সকাল থেকে চলছে চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচন। এই আসনের ১৫৬ কেন্দ্রে চলছে ঢিলেঢালা ভোট কার্যক্রম। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটারের চেয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি বেশি। কেন্দ্রগুলোতে নৌকার দলীয় কর্মী ছাড়া বাকি ৫ প্রার্থীর সমর্থকদের দেখা মিলেনি।
রোববার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ কার্যক্রম। আর কেন্দ্রগুলোতে ভোটার বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসছেন কর্মীরা। ভোটারদের জন্য যাতায়াতের ব্যবস্থাও করেছেন স্থানীয় নেতারা।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
এই আসনে প্রতিদ্বন্তিতা করছেন নৌকা প্রতীকে মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে মো. সামসুল আলম,
তৃণমুল বিএনপির সোনালী আঁশ প্রতীকে দীপক কুমার পালিত , বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) প্রতীকে নির্বাচন করছেন।
ভোটগ্রহণের জন্য ৪ হাজার ১০৬ জন ভোটগ্রহণ কর্মকর্তা এবং ২ হাজার ১১০টি ইভিএমে ভোট গ্রহণ চলছে।
এই নির্বাচনী এলাকায় ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন।
এছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ১৬৪ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৩১৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২ হাজার ৬২৮জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন।
নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় শনিবার (২৯ জুলাই) থেকে ১ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করছেন ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসন। সাবেক মন্ত্রী ও এ আসনের তিনবারের এমপি আফছারুল আমিনের মৃত্যুর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপ নির্বাচন।
বিএস/এমএফও