চট্টগ্রাম–১০ আসনের উপনির্বাচনে মসজিদে মাইকিং করে মিলেনি ভোটার। উপনির্বাচনে আগ্রহ না থাকায় অধিকাংশ ভোট কেন্দ্র ফাঁকা ছিল৷ সাধারণ মানুষকে ডেকেও ভোট কেন্দ্রে আনা সম্ভব হয়নি।
উপনির্বাচনের কেন্দ্রগুলোতে কেন্দ্রের সামনে সাধারণ মানুষের নির্বাচন দেখার ভিড় থাকলেও ভোট দিতে অনীহা ছিল অধিকাংশের।
এদিকে সবকটি কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট, কর্মীদের সংখ্যা দেখা গেছে ভোটারদের তুলনায় বেশি৷
পাঁচ প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন হলেও সরব দেখা গেছে শুধু নৌকা প্রতীকের কর্মী ও এজেন্টদের৷ অধিকাংশ কেন্দ্রে নেই বাকি ৪ প্রার্থীর কর্মী, পোলিং এজেন্ট৷
সকালে কিছুসংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেলেও বেলা গড়াতেই ভোটার শূন্য চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনের কেন্দ্রগুলো। অধিকাংশ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তা এবং এজেন্টরা অলস সময় কাটাচ্ছেন।
এদিকে চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন হচ্ছে এটিও জানেনা অনেকে। অনেকে নৌকা প্রতীকের প্রার্থী ব্যতিত কাউকে চেনেনা। ফলে ভোট দিতে যাননি এমন খবরও শোনা গেছে।
রামপুর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা শহীদুল হাসান নামে এক যুবক বলেন, কয়েক মাসের সংসদের জন্য ভোট, প্রচারণা ও তেমন নেই, সাধারণ মানুষ এখন নির্বাচন থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিয়েছে। ৫ প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন চললেও নৌকা প্রার্থী ছাড়া আর বাকি ৪ প্রার্থীকে চেনেই না অধিকাংশ ভোড়ার। তাই ভোটার সংখ্যা কম।
লাইনে থাকা আরেক ভোটার আশেক মোস্তফা বলেন, ভোটের নাম শুনলেই মানুষ এখন যেতে চায়না, অনেকে হট্টগোল হবে চিন্তা করে যায় না। এছাড়া নির্বাচনে প্রচারণার ঘাটতির ফলে ভোটার নেই মনে করছি।
নগরের লালখান বাজারের শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩টি কেন্দ্র আছে। এখানকার প্রিজাইডিং কর্মকর্তা আতিকুর রহমান জানান, প্রথম এক ঘণ্টায় তার কেন্দ্রের ৮টি বুথে ৩ হাজার ১৯৮টি ভোটের মধ্যে ৫০টি ভোট পড়েছে। এই কেন্দ্রের ৩ হাজার ১৯৮ জন ভোটারের সবাই পুরুষ।
একই সময়ে বিদ্যালয়ের তৃতীয় তলায় আরেক নারী কেন্দ্রের ২ হাজার ২৪৫ জন ভোটারের মধ্যে ১৬ জন ভোট দিয়েছেন বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা আরিফ মাঈন উদ্দিন খান।
দুপুরে নগরীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের তিন নম্বর বুথে ৩৯১টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি। এ কেন্দ্রের মোট ভোটার দুই হাজার ৩৪৬টি। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে এ কেন্দ্রের ৬টি বুথে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫০টির মত।
পাহাড়তলী রেলওয়ে হাসপাতাল কলোনী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, এ কেন্দ্রে ভোট মোট ৩ হাজার ১৮২টি। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার ১হাজার ৪৬২ জন।
দুপুর ১২ টা পর্যন্ত এ কেন্দ্রে ৪০২টি ভোট পড়েছে মাত্র৷
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোজাম্মেল হক বলেন, ভোটার নেই, নির্বাচন সুষ্ঠু হচ্ছে।
এদিকে একটি ভিডিওতে দেখা গেছে নগরের বাদুরতলা জঙ্গি শাহ মাজার এলাকায় একটি মসজিদের মাইক থেকে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বলা হচ্ছে। এনিয়ে এলাকাবাসীর কেউ কেউ বিরূপ মন্তব্য করছে৷ তবে মাইকিং করেও পাওয়া যাচ্ছেনা ভোটার সংখ্যা। তবে উপ-নির্বাচনের কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি৷
১০ আসনের উপনির্বাচনে ১৬৪ জন প্রিজাইডিং কর্মকর্তা, ১ হাজার ৩১৪ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ২ হাজার ৬২৮ জন পোলিং অফিসার ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
রোববার সকাল ৮টায় পৌনে পাঁচ লাখ ভোটারের এ আসনে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা চলে। এ আসনের ১৫৬টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে৷
চট্টগ্রাম ১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) এ আসনের জন্য লড়ছেন।
এমএফও