রেলওয়ে শ্রমিক লিগের নতুন কমিটি গঠন আবারও স্থগিত

রেওলয়ে শ্রমিক লীগের নতুন কমিটি গঠনের কার্যক্রম আবারও স্থগিত করা হয়েছে। এর আগে গত ২৪ জুলাই নতুন কমিটি গঠনে নির্বাচনের জন্য চিঠি দেয় শ্রম অধিদপ্তর।

গত ২৭ জুলাই শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই স্থগিত আদেশ দেওয়া হয়।

এর আগে চাকরি থেকে অব্যাহতির পরও রেলওয়ে শ্রমিক লীগের কমিটিতে থাকা পাঁচ নেতাকে পদ থেকে অব্যাহতি দেন আদালত। এর পাঁচ মাস পর ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে নতুন কমিটি গঠনে নির্বাচনের জন্য চিঠি দেয় শ্রম অধিদপ্তর। কিন্তু ২৭ জুলাই আবারও অনিবার্যকারণ দেখিয়ে সেই চিঠি স্থগিত করা হয়।

হাইকোর্ট থেকে অব্যাহতি পাওয়া পাঁচ নেতা হলেন কমিটির সভাপতি হুমায়ুন কবির, কার্যকরী সভাপতি শেখ লোকমান হোসেন ও ওয়ালী খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আখন্দ, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র চক্রবর্তী।

অব্যাহতি পাওয়া কমিটির কার্যকরী সভাপতি লোকমান হোসেন বলেন, ‘আমাদের দায়ের করা একটি রিট পিটিশন হাইকোর্টে পেন্ডিং ছিল। আদালত রিটের শুনানিতে আগের আদেশ বহাল রেখেছে।’

এদিকে অবসরপ্রাপ্তদের অব্যাহতি চেয়ে আদালতে রিটকারী মাসুম বিল্লাহ বলেন, ‘আইনগতভাবে শ্রম মন্ত্রণালয় হাইকোর্টের রায় উপেক্ষা করে এমন স্থগিতাদেশ দিতে পারে না।’

Yakub Group

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!