কোতোয়ালীতে ভবঘুরে যুবককে ছুরি মেরে খুন, ছিনতাইকারীকে গণধোলাই

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ভবঘুরে নিহত হয়েছেন। পরে পথচারীরা ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

আটক ছিনতাইকারীর নাম শাহেদ হোসেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 
রোববার (২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে আমানত শাহ মাজার সংলগ্ন জেল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ধারালো ছুরি নিয়ে ছিনতাইয়ের উদ্দেশে লালদীঘি এলাকার জেল রোডের মুখে অবস্থান করছিলেন শাহেদ হোসেন। জেল রোডের মুখে ছিনতাইয়ের জন্য দাঁড়িয়ে ছিলেন তিনি। বিষয়টি আঁচ করতে পারলে মাজারে থাকা ওই ভবঘুর যুবকের সঙ্গে ছিনতাইকারীর কাটাকাটি হয়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে একপর্যায়ে শাহেদ ওই ভবঘুরে যুবককে ছুরিকাঘাত করেন। পরে পালিয়ে যাওয়ার সময় পথচারীরা ধাওয়া দিয়ে শাহেদকে ধরে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেন।

ভবঘুরে ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, নিহত যুবকের পরিচয় জানতে সিআইডি তার আঙুলের ছাপ সংগ্রহ করেছে। তাকে কি ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত করা হয়েছে, নাকি দুজনের মধ্যে অন্য কোনো বিষয়ে বাকবিতণ্ডার হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm