সল্টগোলায় কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের বন্দর এলাকায় দৌড়ে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছে ১৩ বছরের এক শিশু।

সোমবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে সল্টগোলা ক্রসিংয়ে এলাকার গ্র্যান্ড পতেঙ্গা রেস্তোরাঁর বিপরীতের এমপিবি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সোহাগ। সে ভোলা জেলার নূর আহম্মদের ছেলে। পরিবারের সঙ্গে সল্টগোলা এলাকায় ভাড়া বাসায় থাকতো।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, সোহাগ বোতল ও ভাঙা প্লাস্টিক সংগ্রহ করে ভাঙারির দোকানে বিক্রি করতো। সোমবার দুপুরে রাস্তা পার হওয়ার পর দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

তিনি জানান, এ ঘটনায় কাভার্ডভ্যান চালক এবং গাড়িটি আমাদের হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহাগের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm