চট্টগ্রাম রেলে মালামাল চুরিতে জড়িত থাকার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক হাবিলদারকে ক্লোজড করা হয়েছে।
আরএনবির ওই হাবিলদারের নাম রাকিব হাসান তালুকদার। তিনি পাহাড়তলীর প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরে কর্মরত ছিলেন।
সোমবার (৩ মার্চ) সকালে তাকে ক্লোজড করে আরএনবির ট্রেনিং একাডেমিতে সংযুক্তের নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, রাকিবের বিরুদ্ধে রেলের মালামাল চুরিতে সহায়তা, অর্থ আত্মসাতসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগে নগরীর খুলশী থাকায় একটি চেকের মামলায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন।
রেলওয়ে পাহাড়তলী নিরাপত্তা চৌকির দায়িত্ব নেওয়ার পর দপ্তরে একে পর এক চুরির ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
আরএনবির (পূর্ব) চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘তার (রাকিব) বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা পাওয়া তাকে ক্লোজড করা হয়েছে।’
জেএস/ডিজে