চট্টগ্রামের বায়েজিদে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ না থাকায় তার প্রতিদ্বন্দ্বী মিজান গ্রুপের চাঁদাবাজি ও আধিপত্য চলছে এলাকায়। ছোট সাজ্জাদ এলাকায় অবস্থান করছে—এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে মিজান গ্রুপের তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার আমিনুল ইসলাম। এর আগে রোববার (২ মার্চ) বায়েজিদের ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে একটি পরিত্যক্ত ভবন থেকে এসব অস্ত্র উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন—মোহাম্মদ মিল্লাত (২৪), মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০) এবং মো. রুবেল (২৬)। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগজিন, একটি হাঁসুয়া, একটি ধারালো ছুরি, দুটি কেঁচি, পাঁচটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক, ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বায়েজিদ এলাকায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ না থাকার সুযোগে আধিপত্য গড়ে তুলেছেন প্রতিদ্বন্দ্বী মিজান গ্রুপ। ছিনতাই, চাঁদাবাজি ও জায়গা দখল থেকে শুরু করে ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করছে তারা। ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বায়েজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।
এলাকায় ছোট সাজ্জাদ অবস্থান করবে—এমন সংবাদ ছিল পুলিশের কাছে। এজন্য ১৬ জনের একটি আভিযানিক দলও তৈরি রাখা হয়। ছোট সাজ্জাদের বিরুদ্ধে হত্যাসহ ১৭টি এবং মিজানের বিরুদ্ধে অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে নগরীর বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র ও মাদকসহ তিনটি মামলা দেওয়া হয়েছে। আদালতে নিয়ে গেলে তাদের কারাগারে পাঠানো আদেশ দিয়েছে।
আরএ/ডিজে