চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে থানায় এসে মামলা করলো অসহায় বাবা। পরে পুলিশ এসে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে।
অভিযুক্ত ছেলের নাম মো. মিনহাজ (২৪)। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী ও ইয়াবায় আসক্ত। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
রোববার (২ মার্চ) থানায় ছেলের বিরুদ্ধে মাদকটি দায়ের করেছেন আমির হোসেন (৫৪) নামে এক ব্যক্তি। তিনি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া হাজির পাড়া গ্রামের বাসিন্দা।
আমির হোসেন অভিযোগে উল্লেখ করেন, মিনহাজ দীর্ঘদিন ধরে ইয়াবায় আসক্ত হয়ে পড়ে। পাশাপাশি খুচরাভাবে ইয়াবা বিক্রি করে আসছিল। তার অত্যাচারে আমিসহ পরিবারের সদস্যরা অতিষ্ঠ। ইয়াবাসেবন ও বিক্রি করতে বাধা দিলে আমিসহ পরিবারের সবাইকে মারধর করে ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। ইয়াবাসেবন ও বিক্রিতে বাধা দিলে আমাকে ও তার মাকে মারধর করে। আমাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে এবং মিনহাজকে ঘরে আটকে রাখে। পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে পুলিশের হাতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিনহাজকে তুলে দিই।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মাদকাসক্ত ছেলের মাদক ব্যবসা ও অত্যাচারে পিতা বাদি হয়ে থানায় মাদক মামলা করেন। মামলার সূত্র ধরে লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী ছেলে মো. মিনহাজকে ১৫ পিস ইয়াবাসহ আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
ডিজে