চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে তিনজনকেই যেতে হচ্ছে চট্টগ্রামের বাইরে। একজন শুধু সিএমপিতেই থেকে যাচ্ছেন। এদের সকলেই অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান ইতিপূর্বে। অন্যদিকে তিন পার্বত্য জেলা— খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান ছাড়াও কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার পদে রদবদল হয়েছে।
সোমবার (৩ মার্চ) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
নতুন আদেশ অনুসারে, সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কক্সবাজারের উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি আদেশ পেয়েছিলেন। নতুন আদেশে তাকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। সিএমপির সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান চৌধুরীকে ঢাকা নগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) জিএম মাজহারুল ইসলামকে সিএমপিতেই অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এবং অপর সহকারী পুলিশ কমিশনার শরিফুল ইসলামকে নওগাঁ জেলার পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
খাগড়াছড়ি
নতুন আদেশ অনুযায়ী, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলমকে চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে সিলেট নগর পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া) কামরুল ইসলামকে খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া) ওবাইনকে খাগড়াছড়ির রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বান্দরবান-রাঙামাটি-কক্সবাজার
নতুন আদেশ অনুসারে, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমাকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
র্যাবের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া) ইমরান হোসেনকে রাঙামাটির বরকল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
কক্সবাজারের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া) এমএম রকীব উর রাজাকে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশের ৬ ডিসিকেও ছাড়তে হল সিএমপি
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) পদে বড় রদবদল হয়েছে। গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ছয়জন কর্মকর্তাকে সিএমপির বাইরে বদলি করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের বাইরে থেকে এসেছেন দুজন কর্মকর্তা। বদলি হওয়া কর্মকর্তারা দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে ছিলেন ঘুরেফিরে। এদের একজন প্রায় নয় বছর ধরে সিএমপিতেই ছিলেন।
ওই প্রজ্ঞাপন অনুসারে চট্টগ্রাম নগর পুলিশের উপপুলিশ কমিশনার (সরবরাহ) মো. তারেক আহম্মেদকে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি), উপপুলিশ কমিশনার মো. মোখলেছুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে এবং আরেক উপপুলিশ কমিশনার জয়নুল আবেদীনকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তারা তিনজনই সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত।
এদিকে উপপুলিশ কমিশনার শাকিলা সোলতানাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে পুলিশ সুপার, উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) এবং উপপুলিশ কমিশনার এএএম হুমায়ুন কবীরকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন এসেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে। এছাড়া ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আমিরুল ইসলাম এসেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে।
সিপি