চট্টগ্রাম নগরীর খুলশীতে বাসা থেকে স্বর্ণ চুরি ও বিক্রির নগদ টাকাসহ এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের চেইন ও এক লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার গৃহকর্মীর নাম নুর জাহান আক্তার (২৫)।
শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ওয়াপদা গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি রোববার রাতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন।
জানা গেছে, গৃহকর্মী নুর জাহান আক্তার সব সুযোগ বুঝে একটি বাসা থেকে স্বর্ণ চুরি করে পালিয়ে যায়। চুরি করা স্বর্ণ জুয়েলারি দোকানে বিক্রি করে দেন তিনি। গৃহকর্তা মামলা দায়েরের পর তদন্ত করে পুলিশ জানতে পারে, গৃহকর্মী নুর জাহান আক্তার চুরির সঙ্গে জড়িত।
পরে অভিযান চালিয়ে স্বর্ণ বিক্রির এক লাখ ৬ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জুয়েলারি দোকান থেকে আরও ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চোরাই স্বর্ণ উদ্ধার করে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, খুলশীতে শনিবার বাসা থেকে স্বর্ণ চুরির ঘটনায় মামলা দায়েরের হয়েছে। তদন্ত শেষে গৃহকর্মী নুর জাহান আক্তার চুরির সঙ্গে জড়িত বলে প্রমাণিত হয়। অভিযান চালিয়ে তাকে স্বর্ণ বিক্রির এক লাখ ৬ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। গৃহকর্মীর দেওয়া তথ্যমতে, জুয়েলারি দোকান থেকে আরও ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরএ/ডিজে