২২ ঘণ্টায়ও সন্ধান মেলেনি কর্ণফুলী নদীতে নিখোঁজ নাবিকের

২২ ঘণ্টায়ও সন্ধান মেলেনি কর্ণফুলী নদীতে মাছ ধরার জাহাজ থেকে পড়ে যাওয়া নাবিক দুলাল মিয়ার।

শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে বিএফডিসি ১ নম্বর জেটি থেকে জাহাজে ওঠার সময় কর্ণফুলী নদীতে পা পিছলে পড়ে যান তিনি। এরপর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্টগার্ড ও সদরঘাট নৌ থানা পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

নিখোঁজ দুলাল মিয়া নোয়াখালী জেলার চরজব্বার থানার আবদুর রবের ছেলে। তিনি মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স-১ এ ফিশ মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, শনিবার রাত ১০টায় বিএফডিসি-১ নম্বর জেটি থেকে তার কর্মস্থল এফভি পারটেক্স -১ এ ওঠার সময় অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যান। নদীতে পড়ার পর একবার ভেসে উঠলেও পরে আবার ডুবে যান। জাহাজের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালালেও তাকে এখনও উদ্ধার করতে পারেননি।

সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, এক নাবিক অসাবধানতাবশত জাহাজ থেকে পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে ডুবে গেছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্টগার্ড ও সদরঘাট নৌ থানা পুলিশসহ সব সংস্থা উদ্ধার কাজ করছে এখনও ওই নাবিকের সন্ধান মেলেনি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm