চট্টগ্রামের বায়েজিদে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে পেট্রোল বোমা ছুঁড়ে মেরেছে ছিনতাইকারীরা। এতে গাড়িতে থাকা শাশুড়ি ও তার এক পুত্রবধূ দগ্ধ হয়েছে। তবে অপর এক পুত্রবধূ অক্ষত আছেন। আহতদের মধ্যে শাশুড়ির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় নগরীর আতুরার ডিপো এলাকার তিন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—লায়লা বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০)।
জানা গছে, লায়লা বেগম এবং তার দুই পুত্রবধূ ঝর্ণা বেগম ও সাদিয়া কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে রাউজান থেকে সিএনজিচালিত অটোরিকশা করে নগরীতে আসছিলেন। হঠাৎ করে গাড়ি আতুরার ডিপো এলাকায় আসলে সড়কে আগুন জ্বালানো দেখতে পান ড্রাইভার। এ সময় তিনি পাশ কাটিয়ে অটোরিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজন মুখোশ পড়া লোক গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে লায়লা বেগম ও তার পুত্রবধূ ঝর্ণা দগ্ধ হন। তবে অপর পুত্রবধূ সাদিয়া দগ্ধের হাত থেকে বেঁচে যান।
পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে লায়লা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, দুজনই পেট্রোল বোমায় দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছেন। ঝর্ণাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে লায়লার শ্বাসনালী পুড়ে গেছে, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আরএ/ডিজে