কক্সবাজারের চকরিয়ার বগাছড়ি খালের পানিতে ডুবে তাজনিম জন্নাত নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাজনিম জন্নাত (১৫) ওই এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি ডুলাহাজারা কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী ছিলেন।
ডুলাহাজারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন, শীত মৌসুমে বগাছড়ি খালের স্লুইস গেটে পানি আটকে রাখা হয় চাষাবাদের জন্য। রোববার সকালে ওই বগাছড়ি খালের স্লুইস গেটে আটকে রাখা পানিতে গোসল করতে যান স্কুল ছাত্রী তাজনিম। এসময় পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায় সে। এর কিছুক্ষণ পর স্থানীয় লোকজন এসে তানজিমের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
পরে কর্তব্যরত চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন। নিহত তাজনিম ডুলাহাজারা কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।
তিনি আরও বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে তার লাশ দাফনের ব্যবস্থা চলছে।
ডিজে