বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি বিগত দেড়যুগ ধরে বাংলাদেশের মানুষের গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে। এই সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন, অঙ্গ-প্রতঙ্গ হারিয়েছেন, পরিবার হারিয়েছেন, ব্যবসা-বাণিজ্য এমনকি ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন। হামলা-মামলায় নির্যাতন-নীপিড়নের শিকার হয়েছেন, তবুও রাজপথ ছাড়েননি। ফ্যাসিস্ট হাসিনামুক্ত দেশে এখনও বাক-স্বাধীনতা, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের সংগ্রাম অব্যাহত আছে।
রোববার (২৯ ডিসেম্বর) হাটহাজারী উপজেলাধীন চিকনদন্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণসমাবেশের আয়োজন করা হয়। বড়দীঘির পাড় মাঠের ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বে বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্র চলছে। একইসঙ্গে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। একদিকে দেশদ্রোহীরা দেশের বিরুদ্ধে অন্যদিকে জনরায়কে যারা ভয় পায় তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা সকল চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলায় অবিচল রয়েছে।
তিনি হাটহাজারীর বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, চট্টগ্রাম শহর ও হাটহাজারী অবিচ্ছন্ন হলেও হাটহাজারীর উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আগামীদিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি ইউনিয়ন, গ্রাম-ওয়ার্ড পর্যায়ের সকল সমস্যা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সমাধান করা হবে।
চিকনদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি নিজামন উদ্দিন হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ঈসা শফির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ।
বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন হাটহাজারী উপজেলার বিএনপির সিনিয়র সদস্য নেছার উদ্দিন ভুলু, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন হোসাইন উজ্জ্বল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফখরুল হাসান, সদস্য সচিব মো. নুরুল কবির তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম সাইফুল ইসলাম, গাজী ইউসুফ, মো. শাহজাহান বাদশা, শাহজাহান মঞ্জু, দুবাই বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মঞ্জু, রহমতুল্লাহ মেম্বার, মো. জাকের।
আরও বক্তব্য দেন মো. মফিজুর রহমান, মো. ইয়াকুব মেম্বার, টিপু মেম্বার, মো. আবু, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন তালুকদার, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আবদুল মুবিন, হাটহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইলিয়াস মেহেদী, সাধারণ সম্পাদক মো. আরেফিন সাইফুল, হাটহাজারী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আজিম, চট্টগ্রাম উত্তরজেলা মহিলা দলের সভানেত্রী লায়লা ইয়াসমিন।