সাংবাদিক সেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ঢুকে পড়ে শেষমেশ ধরা খেলেন আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব।
রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা মিলনায়তনে সচেতন নাগরিক সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে জুলাইয়ের গণঅভ্যূত্থানে আহত সাত ব্যক্তির হাতে ব্যাটারিচালিত রিক্সা তুলে দেওয়া হয়। আন্দোলনে আহতদের পুনর্বাসনের এই উদ্যোগ গ্রহণ করে সচেতন নাগরিক সমাজ। এতে অর্থায়ন করে বিজিবি চট্টগ্রাম রিজিয়ন।
জানা গেছে, অনুষ্ঠানে ‘সাংবাদিক’ সেজে অতিথিদের গা ঘেঁষে দ্বিতীয় সারিতে বসেন আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি অনুষ্ঠানের অতিথি, সমন্বয়ক এবং সংগঠকদের ছবি পাঠাচ্ছিলেন শ্রমিক লীগের একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে। সন্ধ্যা ৭টার দিকে হাবিবের পাশে থাকা এক ছাত্র সংগঠক বিষয়টি দেখে সহকর্মীদের জানান। ঘটনা জেনে চকবাজার থানার ওসি জাহিদুল কবিরের নেতৃত্বে পুলিশ এসে তাকে অনুষ্ঠানস্থল থেকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ তল্লাশি করে শ্রমিক লীগ নেতা হাবিবের পকেটে ‘সাংবাদিক’ পরিচয়পত্র পায়। ওই পরিচয়পত্রে উল্লেখ রয়েছে তিনি ‘দৈনিক আমাদের বাংলা’ নামের একটি পত্রিকার ‘বিশেষ প্রতিনিধি’। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হিসেবে জনৈক মিজানুর রহমান চৌধুরীর নাম ও স্বাক্ষর রয়েছে।
মেজর (অব.) ফেরদৌস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার, বিজিবি চট্টগ্রাম রিজিয়ন প্রধান বিগ্রেডিয়ার জেনারেল শাহরিয়ার, সিএমপি কমিশনার হাসিব আজিজ, গণআন্দোলনে নিহত জসিমের মা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, চট্টগ্রামের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ অন্যান্য সমন্বয়করা।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘শ্রমিক লীগের সভাপতি হাবিব অনুষ্ঠানে বসে ছাত্রদের ছবি তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাচ্ছিলেন। বিষয়টি ছাত্ররা দেখার পর ক্ষোভের সঞ্চার হয়। পুলিশ গিয়ে হাবিবকে নিজেদের জিম্মায় নেয় এবং তার পেন্ডিং মামলায় তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।’
পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে সংগঠিত হত্যাকাণ্ডগুলোর একাধিক মামলায় হাবিবের নাম রয়েছে।
সিপি