চকরিয়ায় চোরের হাতে ধর্ষণের শিকার পুলিশ সদস্যের স্ত্রী

ধর্ষণের হাত থেকে রেহায় পেলেন না পুলিশের সদস্যের স্ত্রী। চুরি করতে গিয়ে চোরের হাতে ধর্ষণের শিকার হন তিনি। ঘটনার সময় ওই পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন।

সোমবার (১৪ জুলাই) এ ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তরছঘাট এলাকায় ভাড়া বাসায়।

মামলার এজাহারের বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গত সোমবার রাত আনুমানিক ৩টায় এক অজ্ঞাত যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে একটি ধারালো দা ও একটি টর্চলাইট ছিল। বাসায় ঢুকেই তিনি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে।

এসময় ঘরে থাকা তার ছোট দুটি শিশু সন্তান ভয়ে কাঁদতে থাকে। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে আসে। পরে রাতেই ওই নারীর স্বামী থানায় গিয়ে বিষয়টি ওসিকে জানান।

পরদিন সকালে চকরিয়া থানায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন ওই নারীর স্বামী।

ওসি মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm