চট্টগ্রামের ভিজুয়াল নিটওয়্যারস ও টালিসম্যান পারফরম্যান্স লিমিটেডসহ আরও পাঁচটি কারখানা পেয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘লিড’ পরিবেশবান্ধব সনদ। পরিবেশবান্ধব উৎপাদনের ধারাবাহিকতায় বাংলাদেশের তৈরি পোশাক খাত যুক্ত হলো আরও এক নতুন অর্জনে।
পরিবেশবান্ধব স্বীকৃতি পাওয়া নতুন পাঁচ কারখানা হলো— চট্টগ্রামের ভিজুয়াল নিটওয়্যারস ও টালিসম্যান পারফরম্যান্স লিমিটেড এবং সাভারের পাকিজা নিট কম্পোজিট, টঙ্গী বিসিকের ফ্যাশন প্লাস ও ঢাকা ইপিজেডের গাভা প্রাইভেট লিমিটেড।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) এ সনদ প্রদান করে থাকে। ‘লিড’ নামে পরিচিত এই সনদের পূর্ণরূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (LEED)। এটি কোনো প্রতিষ্ঠানের নির্মাণ ও উৎপাদন কার্যক্রমে পরিবেশবান্ধবতা যাচাই করে প্রদান করা হয়।
মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে ধরা হয় লিড প্লাটিনাম। লিড সনদ চারটি শ্রেণিতে ভাগ করা — লিড প্লাটিনাম : ৮০ বা তার বেশি নম্বর। লিড গোল্ড : ৬০–৭৯ নম্বর। লিড সিলভার : ৫০–৫৯ নম্বর এবং লিড সার্টিফায়েড : ৪০–৪৯ নম্বর।
নতুন সনদপ্রাপ্ত পাঁচ কারখানার মধ্যে তিনটি প্লাটিনাম ও দুটি গোল্ড সনদ পেয়েছে। প্লাটিনাম সনদ পেয়েছে—পাকিজা নিট কম্পোজিট, ফ্যাশন প্লাস ও গাভা প্রাইভেট লিমিটেড। অন্যদিকে ভিজুয়াল নিটওয়্যারস ও টালিসম্যান পারফরম্যান্স লিমিটেড পেয়েছে লিড গোল্ড সনদ।
বর্তমানে বাংলাদেশে মোট ২৬৮টি পোশাক কারখানা পরিবেশবান্ধব স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে, ১১৪টি প্লাটিনাম, ১৩৫টি গোল্ড, ১২টি সিলভার, এবং ৪টি সার্টিফায়েড কারখানা রয়েছে।
বিশ্বজুড়ে টেকসই উৎপাদন ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রতিযোগিতায় বাংলাদেশ এখন অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে।
এএইচ/ডিজে