চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে আহত ছাত্রদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এর আগে একই ঘটনায় এক ইউনিয়ন ছাত্রদলের সভাপতির মৃত্যু হয়।
নিহত যুবকের নাম মুহাম্মদ তানিম (২৫)। তিনি হাটহাজারীর বাসিন্দা ছিলেন।
বুধবার (১৫ অক্টোবর) ভোর ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে ছুরিকাঘাতে তিনি আহত তানিম। ওই সময় হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপু দাশকেও (৩০) ছুরি মারেন দুর্বৃত্তরা। এরপর অপুকে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ তারেক আজিজ জানান, মঙ্গলবার রাতে চৌধুরীহাট বাজারে একদল যুবক অপু দাশ ও তানিমকে ছুরি মারে। তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তানিমের মৃত্যু হয়েছে।তানিমের পেটে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। আর অপুর গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরি মারে দুর্বৃত্তরা।
এদিকে এ ঘটনায় আফসার উদ্দিন নামে এক তরুণকে আটক করা হয়েছে। তার বাড়ি কক্সবাজার সদরের পানখালী এলাকায়। তবে তিনি হাটহাজারীর চৌধুরীহাটের সুজন কলোনিতে থাকেন। ছুরিকাঘাতের ঘটনায় আফসার অংশ নেন। ওই সময় তিনি নিজেও জখম হন। এ ঘটনায় মামলার পর তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় হাটহাজারী থানা পুলিশ।
ডিজে