যাত্রাপথের নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন ট্রেন। রেলের আন্তঃনগর ট্রেনগুলো ভ্রমণ টিকিটের ভ্যাটসহ আনুষাঙ্গিক চার্জও একই। কিন্তু ‘এক্সট্রা বগি’র টিকিটের ক্ষেত্রে যেন উল্টো নিয়ম। এই বগির টিকিট যদি কেউ কাটতে চান, তাহলে তাকে গুনতে হবে ৩০ শতাংশ ভ্যাট। এই চার্জ আগের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে নির্দেশনা জারি করলেও যাত্রীরা জানেই না বাড়তি চার্জের কথা।
জানা গেছে, আগে এক্সট্রা বগির টিকিটে এসি ১৫ শতাংশ ও নন-এসি ১০ শতাংশ ভ্যাট (মূল্য সংযোজন কর) ছিল। কিন্তু ২০২৪ সালের ৭ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভ্যাট বাড়িয়ে এসি ৩০ শতাংশ ও নন-এসি ২০ শতাংশ করা হয়। গত দেড় বছরেও বিষয়টি যাত্রীদের জানানোর জন্য তেমন কোনো ব্যবস্থাই নেয়নি রেলওয়ে। ফলে টিকিট কাটতে গিয়ে অনেকে পড়েছেন বেকায়দায়। আবার অনেকে টিকিটে অতিরিক্ত ৩০ শতাংশ ভ্যাটের বিষয় স্ক্রিনশর্ট নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপের শেয়ার করেছে।
রেলের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রেলওয়েতে বিদ্যমান ভাড়া বৃদ্ধি না করে সকল ট্রেনের ক্ষেত্রে কেবল দূরত্বভিত্তিক রেয়াত রোহিত/প্রত্যাহার করা হলো।
অতিরিক্ত কোচ সংযোজনের ক্ষেত্রে চাহিত/আবেদনকৃত টিকিট/অতিরিক্ত বগি সংযোজন সংখ্যার ওপর আদায়যোগ্য ভাড়ার সাথে শোভন শ্রেণির বগির ক্ষেত্রে ২০ শতাংশ এবং স্নিগ্ধা ও তদূর্ধ্ব শ্রেণির বগির ক্ষেত্রে ৩০ শতাংশ রিজার্ভেশন সার্ভিস চার্জ আরোপ করা হলো।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে এ বিষয়ে কথা বললে, তারা এই বাড়তি ভ্যাট কাটার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া ১১টি আন্তঃনগর ট্রেন হলো—মহানগর প্রভাতী, সুবর্ণ এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, মহানগর গোধূলী, বিজয় এক্সপ্রেস, সোনার বাংলা, মেঘনা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। এগুলোতেও যাত্রীদের এক্সট্রা বগির টিকিট কাটতে দ্বিগুণ ভ্যাট গুনতে হচ্ছে।
আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসে এসি চেয়ার ৮৫৫ টাকা, নন-এসির ভাড়া ৪৫০ টাকা। এসি ক্যাবিন ১০২৫ টাকা, নন এসি ক্যাবিন ৬৮৫ টাকা। এর মধ্যে এসি টিকিটের সঙ্গে ১৫ শতাংশ ও নন-এসির সঙ্গে ১০ শতাংশ ভ্যাট যুক্ত থাকে। আন্তঃনগরগুলোতে যাত্রীর চাহিদা অনুযায়ী প্রায় ২-৩টি এক্সট্রা বগি যুক্ত করা হয়ে থাকে। সে হিসেবে যাত্রীরা টিকিট কাটতে গেলে দ্বিগুণ ভ্যাট যুক্ত হচ্ছে টিকিটের সঙ্গে।
কামরুল ইসলাম নামে সুবর্ণ এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘এক্সটা কোচের টিকিট কাটলেও দ্বিগুণ ভ্যাটের বিষয়টি আমি জানি না।’
চট্টগ্রাম রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তাগীন বলেন, ‘এ বিষয়ে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ভালো বলতে পারবেন। আপনি তার সঙ্গে যোগাযোগ করুন।’
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) নাজমুল ইসলাম বলেন, ‘যাত্রীর চাহিদা বিবেচনা করে বিভিন্ন স্থান থেকে কোচ এনে সংযোজন করতে হয়। ফলে এক্সট্রা কোচ লাগানোয় ৩০ শতাংশ ভ্যাট যুক্ত করা হয়েছে।’
এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, ‘আসলে এটি ভেবে দেখার মতো। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
ডিজে