চট্টগ্রামে বায়োগ্যাস প্রকল্পের ‘টেস্ট বোরিং’ শুরু

চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার ল্যান্ডফিল্ডে বায়োগ্যাস প্রকল্পের ‘টেস্টি বোরিং’ শুরু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গ্যাস কূপের টেস্ট বোরিং উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র শাহাদাত বলেন, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ দূষণ রোধে বর্জ্যকে সম্পদে পরিণত করার কোনো বিকল্প নেই। আমি চাই, চট্টগ্রাম হোক ক্লিন, গ্রিন ও হেলদি সিটি। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই চিন্তা ছিল, কীভাবে শহরের প্রতিদিনের ময়লাকে দেশের সম্পদে পরিণত করা যায়।

হালিশহরের মানুষ বছরের পর বছর দুর্গন্ধ ও দূষণে ভুগছে। আমরা চাই, সেই কষ্টের জায়গাটিকে শক্তির উৎসে পরিণত করতে। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, জ্বালানি নিরাপত্তাও নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

সিটি কর্পোরেশনের ‘ওয়েস্ট টু এনার্জি’ উদ্যোগের আওতায় এটি প্রথম পরীক্ষামূলক বায়োগ্যাস প্রকল্প। টেস্ট বোরিং সফল হলে ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই পূর্ণাঙ্গভাবে উৎপাদন শুরু হবে এবং নগরবাসী বিনামূল্যে বর্জ্য ব্যবস্থাপনা সেবা পাবেন বলে আশাবাদ জানান মেয়র।

বর্তমানে চট্টগ্রাম শহরে প্রতিদিন প্রায় ৩ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে সিটি করপোরেশন সংগ্রহ করে ২ হাজার ২০০ টন, অন্যগুলো নালা-খালে গিয়ে জলাবদ্ধতা ও দূষণ সৃষ্টি করে। তাই এবার লক্ষ্য, শতভাগ বর্জ্য সংগ্রহ নিশ্চিত করতে ‘ডোর-টু-ডোর’ প্রকল্প চালু করা।

‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য সংগ্রহ করে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে, যা জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে।

এএইচ/ডিজে

ksrm