চট্টগ্রামের খুলশীতে অজ্ঞাত যুবকের মরদেহ

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন রেলওয়ে কলোনি থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম।

তিনি বলেন, ধারনা করা হচ্ছে লাশটি তিন থেকে চারদিন আগের। এখনও নাম পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্ট শনাক্তের জন্য পুলিশের ফরেনসিক টিম কাজ করছে। আমরাও খোঁজ নিচ্ছি।

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm