চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া রিভলবার ও গুলিসহ দুই ছিনতাইকারী ধরা

চট্টগ্রামের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি দুই ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এসব অস্ত্র ও গুলি লুট করা হয়।

গ্রেপ্তার দু’জন হলেন—মাঈনুর ইসলাম মামুন (২০) ও মো. জামাল (২৬)। তারা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে পাহাড়তলীর রাণী রাসমণি ঘাট গোলচত্বর এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তার দু’জনের কাছ থেকে পাহাড়তলী থানার লুট হওয়া একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি এবং ছিনতাইয়ের সময় ব্যবহার করা কয়েকটি ছুরি উদ্ধার করা হয়েছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, ‘গ্রেপ্তার দুই যুবক ছিনতাইকারী দলের সদস্য। তারা পুরো শহরজুড়ে রাস্তাঘাটে, নির্জন এলাকায় পথচারী, রিকশা কিংবা অটোরিকশার যাত্রীদের অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, থানায় লুটপাটে তারা দু’জন অংশ নিয়েছিল। এ সময় মালখানা থেকে রিভলবার ও গুলি নিয়ে যায় তারা।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm