চট্টগ্রামে নৌকার প্রার্থীর কার্যালয়ে হামলার প্রতিবাদে বাবরের বিক্ষোভ সমাবেশ

মহিউদ্দিন বাচ্চু নির্বাচনী কার্যালয়ে বিএনপির হামলার প্রতিবাদে বিএনপি অফিসের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সভা।

চট্টগ্রাম-১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপির পদযাত্রার নামে হামলা ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (১৯ জুলাই) বিএনপির চট্টগ্রাম মহানগর দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

s alam president – mobile

প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘আমরা শেখ হাসিনার কর্মী, আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। বিএনপি তথাকথিত গণতন্ত্র ও ১দফা দাবির নামে গত কয়েকদিন ধরে সারাদেশে নাশকতা সৃষ্টি করছে। যার হামলা থেকে বাদ যায়নি চট্টগ্রাম ১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়। এটি হলো বিএনপির গণতন্ত্র ও নির্বাচনের নমুনা।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে রাজপথে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন রাজপথে তাদের মোকাবিলা করবে।’

এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল আলম চৌধুরী, গাজী জাফর উল্লাহ, নগর যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম চৌধুরী নোবেল, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, তোসাদ্দেক নূর চৌধুরী তপু, শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু, নগর যুবনেতা নূরুল আজিম রনি, ফরহাদুল ইসলাম রিন্টু, হোসেন আহমেদ রুবেল, রাহুল দাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, মিজানুর রহমান মিজান।

Yakub Group

আরও উপস্থিত ছিলেন মোশরাফুল হক পাভেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতির মাহমুদুল করিম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশ, মায়মুন উদ্দীন মামুন, জাহিদ হাসান সাইমুন, আব্দুল্লাহ আল সাইমুন, হাসমত খান আতিফ, এমইউ সোহেল, সাফায়েত হোসেন রাজু, তৌহিদুল করিম ঈমন, ইয়াসির আরাফাত রিকু।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!