টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে ১৩১ জনের দেহে করোনার বিষ পাওয়া গেল। এদের মধ্যে ১১১ জন নগরের এবং ২০ জন বিভিন্ন উপজেলার। তবে এদিনও চট্টগ্রামে করোনায় মারা যায়নি কেউ।
শনিবার (১৩ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি চট্টগ্রাম-কক্সবাজারের সাতটি ল্যাবে ১ হাজার ৬৫১ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ১৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।’
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৩০৯ জনে। এদের মধ্যে মারা গেছেন মোট ৩৭৯ জন। এর মধ্যে ২৭৮ জন নগরীর ও ১০১ জন বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের দেহে ভাইরাসটি পাওয়া যায়।
ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৫৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।
একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১৫ জনের নমুনা পরীক্ষা করে কারও দেহে করোনার অস্তিত্ব মেলেনি।
এছাড়া নগরীর বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের, শেভরণ ল্যাবে ২০১ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের ও আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
এমএহক