চট্টগ্রামে মহাসড়কের পাশে পড়েছিল অজ্ঞাত লাশ

0

মহাসড়কের পাশ থেকে থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ ফেব্রুয়াররি) সকাল ৯ টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসকের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে লাশটি উদ্ধার করে বার আওলিয়া হাইওয়ে থানা পুলিশ।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক চট্টগ্রাম প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৮ টার দিকে রাস্তায় একটা লাশ পড়ে আছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লাশের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের সাথে থাকা একটা পাসপোর্ট আমারা পেয়েছি। উনার নাম মোস্তফা। বিষয়টি আমরা সীতাকুণ্ড থানায় জানিয়েছি। উনারা দেখছেন।’

মোস্তফার মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি নাজমুল হক বলেন, ‘রাস্তা পারাপারের সময় বাস চাপায় তিনি মারা গেছেন বলা হচ্ছে। তবে আমরা কোন প্রত্যক্ষদর্শী পাইনি। এটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

মোস্তফার লাশ পোস্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি নাজমুল হক।

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm