চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. কাঞ্চন চাকমা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী চার বছর তিনি উপ-উপাচার্য হিসেবে দ্বায়িত্ব পালন করবেন।
রোববার (৩০ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. নূর-ই-আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে চারটি শর্তে তাকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। পরে সোমবার তিনি উপ-উপাচার্য হিসেবে যোগদান করেন।
চারটি শর্ত হলো- সহ-উপাচার্যের পদে তার নিয়োগের মেয়াদ চার বছর; সহ-উপাচার্যের পদে তাঁর বর্তমান পদের সমান বেতনভাতা পাবেন; তিনি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে নির্দিষ্ট সময়ের পূর্বে এ নিয়োগ বাতিল করতে পারবেন।’
এদিকে এক প্রতিক্রিয়ায় ড. কাঞ্চন চাকমা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমাকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিয়োগ দেয়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্রতি তারা যে আস্থা রেখেছেন আমি তার প্রতিদান দেয়ার জন্য শতভাগ চেষ্টা করবো।
এই বিশ্ববিদ্যালয়টি কিছুদিন আগে প্রতিষ্ঠিত হয়েছে৷ বিভাগ সংখ্যা কম। বিজ্ঞান ভিত্তিক বিভাগগুলোর ল্যাব ও অন্যান্য সুযোগ সুবিধাও কম। আমি যুগোপযোগী বিভাগ ও সুযোগ সুবিধা বাড়ানোর দিকে নজর দিবো।
ড. কাঞ্চন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC), বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার (বারডেম), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ডিভিশনাল ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিতে কাজ করেছেন।
এমআইটি/কেএস
পাপে ছাড়ে না বাবারেও।