চট্টগ্রামে মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের সভাপতি মিছবাহ, সম্পাদক মোরশেদ

মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখার ২১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সংগঠনটির মুখপাত্র অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন আগামী দুই বছরের জন্য কমিটি অনুমোদন করেন।

এতে মহিউদ্দিন চৌধুরী মিছবাহকে সভাপতি ও কাজী মোরশেদ আলমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

s alam president – mobile

এছাড়াও ইমরান হোসাইন পরাণকে সাংগঠনিক সম্পাদক ও আইমান উদ্দিনকে দপ্তর সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়।

২১ সদস্যের এই কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্থান দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন চৌধুরী মিছবাহ জানান, ‘মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।’

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!