চান্দগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হাশেম নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) চান্দগাঁওয়ের সিঅ্যান্ডবি এলাকার দারুল ফুনুন মাদ্রাসার হেফজখানা ও এতিমখানা (বিএডিসি)থেকে হাশেমকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। তিনি ওই মাদ্রাসার শিক্ষক।

হাশেম (৫২) কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর মানিকপুরের খন্দকার পাড়া এলাকার বাসিন্দা।

s alam president – mobile

জানা গেছে, ভুক্তভোগী শিশু মিথিলার (ছদ্মনাম) মা ওই মাদ্রাসায় রান্নার কাজ করে। বুধবার (১৯ এপ্রিল) রাত ১১টার সময় তার মা মাদ্রাসায় রান্নার কাজ করছিলেন। ওই সময় শিক্ষক হাশেম কৌশলে মিথিলাকে ডেকে নিয়ে মাদ্রাসার নিজের কক্ষে ধর্ষণ করে।

এই ঘটনায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।

বর্তমানে মিথিলা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে পুলিশ।

Yakub Group

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বিষয়টি জানার পর তাৎক্ষণিক অভিযানে ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক হাশেমকে গ্রেপ্তার করা হয়েছে।’

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!