চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে রতন দত্ত নামের এক অফিস সহায়ককে ওষুধ চুরির সময় আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় তাকে আটক করা হয়।
রতন দত্ত সাতকানিয়া উপজেলার ১ নম্বর ওয়ার্ড বড়দা তালুকদার বাড়ির মৃত বেণীমাধব দত্তের ছেলে।
চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দীর্ঘদিন ধরে রতন দত্ত ওষুধ চুরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে ধরা হয়।
তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আশেক।
আইএমই/ডিজে




