গণমাধ্যম সপ্তাহে ৭ দিনের নানান আয়োজন

৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে কেন্দ্র, জেলা ও উপজেলা শাখায় করণীয় বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ১-৭ মে নানান কর্মসূচি গ্রহণ করা হয়। এরমধ্যে সারাদেশের শাখাগুলোতে ১৪ দফার প্রচারাভিযান, ৩ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ ও বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংবাদিক প্রশিক্ষণ, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

s alam president – mobile

সপ্তাহব্যাপী আয়োজনের শেষদিন ৭ মে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে সকল শাখা থেকে ইউএনও, ডিসিদের মাধ্যমে স্মারকলিপি পাঠানো হবে।

গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য দেশের সকল সাংবাদিককে একযোগে কাজ করতে আহ্বান জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আবু জাফর। তিনি বলেন, ‘৫২ বছরের বাংলাদেশে সাংবাদিকরা আজো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। সরকারি উদ্যোগে হাতে নেওয়া প্রধানমন্ত্রী নির্দেশিত সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ ৬ বছর ধরে ঝুলে আছে। নিবন্ধন ছাড়া কোনো পেশা আশা করা যায় না। শিক্ষাগত যোগ্যতা ছাড়াই যে কেউ হঠাৎ সাংবাদিক হয়ে যান। একজন চিকিৎসক, পুলিশ, ব্যাংকারেরও নিবন্ধন নম্বর থাকে। এমনকি গাড়িরও একটি নিবন্ধন নম্বর থাকে, কিন্তু সাংবাদিকদের নেই।

এছাড়া কর্মসূচিতে মাসব্যাপী নতুন সদস্য সংগ্রহ এবং হালনাগাদ করার কাজও চলবে বলে জানান তিনি।

Yakub Group

গণমাধ্যম সপ্তাহ৮ উপলক্ষে বিশেষ ম্যাগাজিন ‘মিডিয়া ক্যানভাস’ প্রকাশিত হবে। এতে আগামী ১০ মে’র মধ্যে লেখা পাঠানোর আহ্বান জানানো হয়েছে। সাংবাদিকতায় চার দশক প্রবীণ সাংবাদিকদের বিশেষ সম্মাননাসহ গুণিজনদেরও সম্মাননা দেওয়া হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!