চট্টগ্রাম জেলার নতুন এসপি সানতু

চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। জেলাগুলো হলো চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর ও নাটোর। এর মধ্যে চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে মো. সাইফুল ইসলাম সানতুকে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি টাঙ্গাইলের পুলিশ সুপার ছিলেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রাম জেলার এসপি করা হয়েছে। আবু সায়েম প্রধানের আদেশ বাতিল করে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এছাড়া অন্যদের মধ্যে সিআইডির মো. মিজানুর রহমানকে টাঙ্গাইল জেলার এসপি, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুর জেলার এসপি এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোর জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm