চট্টগ্রামে গ্রাম আদালত নিয়ে সচেতনতায় সমন্বয় সভা

চট্টগ্রামে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা তৈরি, প্রচার প্রচারণা বাড়াতে অংশীজনদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নোমান হোসেন।

সভায় এ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এসএমএন জামিউল হিকমা, জেলা লিগ্যাল এইড অফিসার রুপন কুমার দাশ, জেলা তথ্য কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সাদিকুল ইসলাম নিয়োগী, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শাহানা পারভীন, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ, মিরসরাই মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা মেহের আফরোজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম আদালতের সেবা সম্পর্কে এখনও সাধারন মানুষের ধারণা কম। যে কারণে তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়। যদি তারা গ্রাম আদালত বিষয়ে জানতে পারে, তাহলে অনেক ছোটখাটো বিষয় ইউনিয়ন পর্যায়েই শেষ করতে পারতো। তাই বিষয়টিকে সাধারণের কাছে পৌঁছানো জরুরি।

অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নিজ নিজ কার্যক্ষেত্রে এ বিষয়ে প্রচারণা চালানোর পরিকল্পনাপত্র তৈরি করবেন বলে জানান।

সভার শুরুতে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প চট্টগ্রামের জেলা ব্যবস্থাপক সাজেদুল আনোয়ার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm