চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের (সিএলএফ) সহযোগিতায় টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছে দেড় শতাধিক টেলিভিশন চিত্রসাংবাদিক ও তাদের পরিবারের সদস্য।
সোমবার (৩০ ডিসেম্বর) নগরীর জাকির হোসাইন সড়কের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা দেওয়া হয়।
এতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, চোখের ড্রপসসহ রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং চোখের ছানির অপারেশনসহ চোখের যাবতীয় চিকিৎসা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান পিডিজি লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এসএম আশরাফুল আলম আরজু।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দীন চৌধুরী বলেন, মানবতার সেবায় আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। এখানে বিনামূল্যে চক্ষু চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে এবং যাদের ছানি অপারেশন করতে হবে তাদেরকে আজ বাছাই করে পরবর্তী সময়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সিএলএফের সিনিয়র লায়ন সদস্য লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন, একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন) ডা. শাবানা সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা ফারহান সিরাজ চৌধুরী এবং মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইরফানুল আলম।
এছাড়াও টিসিজেএ নির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম।