চট্টগ্রাম থেকে আবার বিমান উড়ে যাবে সিলেটে, শনিবার শুরু

0

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

৮ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে দুদিন করে চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে সিলেট যাবে বিমান।

সূত্র বলছে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতি শনিবার ও বুধবার বিজি-৫১১ ফ্লাইটটি সকাল সোয়া ১১টায় উড্ডয়ন করে দুপুর ১২টা ৩৫ মিনিটে সিলেটে পৌঁছাবে। একইভাবে শনি ও বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৫১২ ফ্লাইটটি দুপুর ১টায় উড্ডয়ন করে ২টা ২০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের সর্বনিম্ন ভাড়া পড়বে চার হাজার ২০০ টাকা।

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুরুতে ২০২১ সালের ১৭ মার্চ সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট শুরু হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে তা বন্ধ হয়ে যায়। এর আগেও একই রুটে ফ্লাইট চালু ছিল।

সোমবার (৩ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা বিমানের যেকোনো সেলস অফিস, বলাকার প্রধান কার্যালয়ের সেলস সেন্টার (মোবাইল নম্বর ০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন+৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬), বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে যোগাযোগ করে টিকিট কিনতে পারবেন। এছাড়া অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট কেনা যাবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm