চট্টগ্রাম প্রতিদিনের বিরুদ্ধে ষড়যন্ত্র ভেস্তে দিতে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ, মানববন্ধন

আয়ান শর্মার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

‘চট্টগ্রাম প্রতিদিন আপোষহীন ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক। অতীতে এমপি-মন্ত্রীসহ মাফিয়াদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বিগত সরকারের রোষানলে পড়েছিল প্রতিষ্ঠানটি। এই গণমাধ্যম তাদের আপোষহীনতার ধারাবাহিকতা ধরে রেখেছে। যারা চট্টগ্রাম প্রতিদিন ও প্রতিষ্ঠানটির উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার এবং চক্রান্ত চালাচ্ছে, তারা দেশ ও জাতির শক্র। এদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। চট্টগ্রাম প্রতিদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও গণমাধ্যমটির উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

চট্টগ্রাম প্রতিদিনের বিরুদ্ধে ষড়যন্ত্র ভেস্তে দিতে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ, মানববন্ধন 1

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড় এলাকায় মানববন্ধনে এসব দাবি জানান সচেতন নাগরিক ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ। এ সময় গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।

চট্টগ্রাম প্রতিদিনের বিরুদ্ধে ষড়যন্ত্র ভেস্তে দিতে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ, মানববন্ধন 2

বক্তারা আরও বলেন, সত্য তুলে ধরায় গণমাধ্যমটিকে হয়রানির লক্ষ্যবস্তু করা হচ্ছে। প্রতিষ্ঠানটির উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। এসব কাজের ইন্ধনদাতা বহিষ্কৃত ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, শোকজপ্রাপ্ত ছাত্রদল নেতা সুকান্ত তালুকদার জুয়েল ও বাপ্পি দে’র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।

চট্টগ্রাম প্রতিদিনের বিরুদ্ধে ষড়যন্ত্র ভেস্তে দিতে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ, মানববন্ধন 3

দৈনিক আলোকিত চট্টগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল। তিনি বলেন, কুচক্রী মহল চট্টগ্রাম প্রতিদিন বন্ধের পাঁয়তারা করছে। প্রতিষ্ঠানটির উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সত্য তুলে ধরার কারণে প্রতিষ্ঠানটিকে হয়রানির লক্ষ্যবস্তু করা হচ্ছে। একটি গণতান্ত্রিক দেশে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এখানে কোনো বাঁধা থাকার কথা না। কিন্তু বর্তমানে কোথাও কোথাও গণমাধ্যমকে বাধাগ্রস্ত করা হচ্ছে। গণমাধ্যমকর্মীরা হামলার শিকার হচ্ছেন, সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে।

এসব হয়রানি বন্ধে পদক্ষেপের পাশাপাশি তিনি চট্টগ্রাম প্রতিদিনের প্রতি চক্রান্তমূলক অপপ্রচার ও আয়ান শর্মার বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবাধিকার নেতা ও সিএন টিভির উপদেষ্টা লায়ন সাজ্জাদ উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রাম প্রতিদিনের বিরুদ্ধে অপপ্রচার ও আয়ান শর্মার বিরুদ্ধে মিথ্যা মামলা কেবল গণমাধ্যমকে হয়রানি নয়, এটি মানবাধিকারেরও বিষয়। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, সৌরভ প্রিয় পালদের মতো যারা সন্ত্রাসী রাজনীতি করে, তারা কিভাবে মুক্তভাবে চলাফেরা করছে?

তিনি বহিষ্কৃত ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালসহ যারা সন্ত্রাসের রাজনীতি করেন তাদের উদ্দেশ্য করে বলেন, মিডিয়া জনগণের কণ্ঠস্বর। তারা মিডিয়ার কণ্ঠরোধ করার সাহস কিভাবে পায়? তবে এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদেরও অপসাংবাদিকতা এড়িয়ে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।

মানববন্ধনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক ইমন মোহাম্মদ বলেন, চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা নিউজ করার কারণে বিগত সরকারের সময়ে ৩৫টা মামলার আসামি হয়েছিলেন। বিগত সময়ে গণমাধ্যম যেভাবে নিয়ন্ত্রিত ছিল, বর্তমান সময়ে এসে তা চলতে দেওয়া যাবে না। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী বলেন, ৫ আগস্টের পরে যে সংস্কার হওয়ার কথা ছিল, তা হয়নি। আগে যেভাবে গণমাধ্যমকর্মীরা নির্যাতনের শিকার হতেন, এখনো সেই অবস্থা থেকে বেরিয়ে আসা যায়নি। চট্টগ্রাম প্রতিদিন ও আয়ান শর্মার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এছাড়া গাজীপুরসহ বিভিন্ন জায়গায় গণমাধ্যমকার্মীদের ওপর হামলার চিত্র তুলে ধরে এসব বন্ধে পদক্ষেপের দাবি জানান তিনি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফিন সোহাগ। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের পেছনে কেটু মিজানদের লেলিয়ে দিয়ে হত্যা করতে পারেন, তাও তাদের কলম থামাতে পারবেন না। কোনো মিডিয়া হাউসের ওপর যেন নগ্ন হস্তক্ষেপ করা না হয়, এই বিষয়ে গণমাধ্যমকর্মীরা ঐক্যবদ্ধ।

এ সময় তিনি চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরেন। পাশাপাশি কোনো প্রমাণ ছাড়া চক্রান্তমূলক অভিযোগের ভিত্তিতে আয়ান শর্মাকে হয়রানি না করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরো কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন তিনি।

এসময় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মিলন শর্মা বহিষ্কৃত ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালকে ইঙ্গিত করে বলেন, এখন কথায় কথায় ফ্যাসিস্ট বলা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের ওপর অসংখ্যবার আক্রমণ হয়েছে, তখন তারা কোথায় ছিলেন? এখন তারা আসছেন সনাতনী নেতা সাজতে। সৌরভ প্রিয় পালরা এখন পদের জন্য পাগল হয়ে গেছেন। আয়ান শর্মার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, কথায় কথায় ফ্যাসিস্ট বলা হচ্ছে। তিনি সবাইকে সুস্থ ধারায় আসার আহ্বান জানান।

চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইসমত মর্জিদা ইতি বলেন, চট্টগ্রাম প্রতিদিন দীর্ঘদিন ধরে সত্যের পক্ষে কাজ করে যাচ্ছে। বিগত সরকারের সময়েও সত্য তুলে ধরার কারণে প্রতিষ্ঠানটি হয়রানির শিকার হয়। এখনও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।

এ সময় নারীনেত্রী দীপা মহাজন বহিষ্কৃত ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালের বিরুদ্ধে সনাতনী সংগঠনের অফিসে হামলা ও শ্লীলতাহানীর অভিযোগ তোলেন।

মানববন্ধনে সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন খোকন, ‘চ্যানেল এস’র ব্যুরো প্রধান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামাল হোসাইন মঞ্জু, সনাতন সংগঠক অশোক চক্রবর্তীসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm