যুক্তির লড়াইয়ে ৬৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখোমুখি, চট্টগ্রামে শুরু ডিবেট চ্যাম্পিয়নশিপ

চট্টগ্রামে জমকালো আয়োজনে শুরু হয়েছে ‘মার্কস দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ’। সারাদেশের ৩২টি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামের ৩২টি বিদ্যালয়সহ মোট ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন এ প্রতিযোগিতায়।

বুধবার (১৪ আগস্ট) সকালে নগরের থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ও আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘স্বপ্ন দেখতে হবে জেগে, সেই স্বপ্ন পূরণে রাখতে হবে অটুট লক্ষ্য। সবার মত শোনা, ভালো দিক গ্রহণ এবং খারাপ দিক যুক্তি দিয়ে বোঝানোই বিতর্কের মূল চেতনা। ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে যুক্তি চর্চা অপরিহার্য।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী ও সিপিডিএল ফ্যামিলির সভাপতি প্রকৌশলী ইফতেখার হোসেন। বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বৃজেট ডায়েস, দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মুন্না ও সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার। সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী।

ইসরাফিল খসরু চৌধুরী বলেন, দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ তরুণ, তাই রাষ্ট্র গঠনে তাদের সম্পৃক্ত করতেই হবে। মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের মৌলিক নীতি, আর বিতর্ক সেই স্বাধীনতা চর্চার অন্যতম মাধ্যম। তিনি তরুণদের ধৈর্যশীল, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও পরিকল্পিত হতে আহ্বান জানান।

প্রকৌশলী ইফতেখার হোসেন বলেন, সমাজে যুক্তি, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো জরুরি। বিতর্ক তরুণদের বিশ্লেষণী ক্ষমতা ও ভিন্নমত গ্রহণের মানসিকতা গড়ে তোলে।

মাসুদ বকুল জানান, দৃষ্টি চট্টগ্রাম সবসময় তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখে। যুক্তিবাদী চিন্তা ও মুক্তমত প্রকাশের মাধ্যমে সামাজিক পরিবর্তন আনাই তাদের লক্ষ্য।

সভাপতির বক্তব্যে সাইফ চৌধুরী বলেন, ‘বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি একটি জীবনদর্শন। যুক্তি দিয়ে সত্য প্রতিষ্ঠা, অন্যের মতের প্রতি সম্মান ও যৌক্তিকভাবে অবস্থান তুলে ধরা—এসবই বিতর্কের মূল চেতনা।’

১৫ আগস্ট হবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা এবং ১৬ আগস্ট শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm