চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের চোরাই ১ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (১৩ আগস্ট) বিকালে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্ণফুলী থানার ৯ নম্বর ঘাট ডাংগারচর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তেলগুলো জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাংগারচর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট আটক করা হয়। পরে বোট তল্লাশি করে প্রায় ১ হাজার লিটার চোরাইকৃত সয়াবিন তেল জব্দ করা হয়।
আইএমই/ডিজে