সাড়ে চার মাসের দায়িত্ব পালনের পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ওসি আফতাব হোসেনকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
সিএমপির সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় বন্দরের ঝাউতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ অভিযানের সময় ক্ষুব্ধ চালকেরা ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালায়, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ও সড়ক অবরোধ করে। এ ঘটনায় ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ওসিকে প্রত্যাহার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মামলা দায়ের করে।
সিএমপির এডিসি (পিআর) মাহমুদা বেগম বলেন, কর্মকর্তাদের বদলি চাকরির স্বাভাবিক প্রক্রিয়া।
গত ২২ মার্চ জিইসি এলাকায় সংঘর্ষের ঘটনায় ওসি মজিবুর রহমান প্রত্যাহার হলে আফতাব হোসেন খুলশী থানার দায়িত্ব নেন।
এর আগে বুধবার (১৩ আগস্ট) চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের সময় বাধা দেওয়া এবং ট্রাফিক পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটে। খুলশীর রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের একটি বক্স ভাঙচুর করেন বিক্ষুব্ধ চালকরা। এতে এক কনস্টেবল আহত হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ বক্সের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
জেজে/ডিজে