চট্টগ্রাম বিমানবন্দরে এয়ার এরাবিয়ার সিটে মিলল কোটি টাকার ১২ স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার একটি বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি সোনার বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

রোববার (১৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এয়ার এরাবিয়ার জি-৯৫২২ ফ্লাইটের ১৫এফইডি সিটের নিচ থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের ওজন ১ কেজি ৩৯২ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা ওই বিমান রাত ৮ টা ৫০ এর দিকে চট্টগ্রামে অবতরণ করে। ওই বিমানের এক ক্রু আমাদের জানান যে, ১৫এফইডি সিটে সোনা বা সন্দেহজনক কিছু থাকতে পারে। এর ভিত্তিতে ওই সিটে তল্লাশি চালিয়ে নিচের দিকে পরিত্যক্ত অবস্থায় ১২টি স্বর্ণের বার পাই।’

s alam president – mobile

ওই সিট কারও নামে রিজার্ভ করা ছিলো কিনা বা কীভাবে সিটের নিচে এগুলো এসেছে আমরা সেটা বের করার চেষ্টা করছি। এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!