ঈদযাত্রায় বাস কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা প্রদর্শন না করে বাড়তি ভাড়া আদায় করায় ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই সময় ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয় তাদের।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে অলঙ্কার মোড়ের আন্তঃজেলার কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী জানান, আমরা কয়েকদিন আগে প্রতিটি কাউন্টারে বাস ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখার নির্দেশনা দিয়েছিলাম। ঈদযাত্রায় বাস কাউন্টারে প্রদর্শিত তালিকা না টাঙিয়ে বাড়তি ভাড়া আদায় করায় কয়েকটি কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাত্রী হয়রানি রোধে এই অভিযান অব্যাহত থাকবে।
ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, ফিটনেসবিহীন ও ডেট ফেল গাড়ি রোডে না নামানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিএস/ডিজে