চোরাই ল্যাপটপ-মোবাইলসহ ২ চোর গ্রেপ্তার কোতোয়ালীতে

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লালদীঘি পুরাতন গির্জার গলি থেকে চোরাই পণ্যসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ এপ্রিল) পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (১৭ এপ্রিল) মধ্যরাতে গির্জার গলি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার সোনাপুর মধ্যপাড়া বক্তার বাড়ির মো. বক্তারের ছেলে মো. আরিফ (২২) ও কোতোয়ালীর বক্সিরহাট বদরপাতি মাজারের সামনে ফয়সাল আহমেদের বিল্ডিংয়ের নুরুল কবিরের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।

s alam president – mobile

গ্রেপ্তারের বিষয়ে পুলিশ জানায়, গত ৮ এপ্রিল নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন পুলিশ প্লাজা মার্কেটের ৫ম তলায় ৫৪৪ নম্বর দোকান সোর্সিং সলিউশন লিমিটেডের অফিস রুমের টেবিলের ওপর থেকে একটি ল্যাপটপ ও মোবাইল চুরি করে নিয়ে যায়।

পরে দোকানের মালিক থানায় অভিযোগ করলে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় চোরাই পণ্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আরিফ চুরির করার কথা স্বীকার করেছেন। তিনি নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ দিনের বেলায় অফিস ও বাসভবনে চুরি করে আসছিলেন।

Yakub Group

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!