চট্টগ্রামের চন্দনাইশে প্রখ্যাত লেখক ও সাহিত্যিক আহমদ ছফার ৮৩তম জন্মদিন নানান কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে।
৩০ জুন (সোমবার) বিকালে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল আলোচনা সভা, বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়।
দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদিয়া এ, এস (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদ সভাপতি ও লেখক শাহজাহান আজাদ। এছাড়া সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক মো. নুরুল আলম।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. তৈয়বুর রহমান।
প্রধান বক্তা ছিলেন স্বপ্ন নগর বিদ্যানিকেতনের সমন্বয়ক ছড়াকার সুজা আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক আহমদ ছফার নাতি মো। শহিদুল ইসলাম, লোককবি ও গীতিকার নুরুল আলম ম্যানেজার, সংগঠক মো. টিপু সুলতান, মানবাধিকার সংগঠক মো. রাজিব হোসেন রিফাত, মাদ্রাসা কমিটির সদস্য নূর মোহাম্মদ, সদস্য কাজী মোহাম্মদ হোসাইন, সমাজসেবক নাছির উদ্দীন, সংগঠক লোকমান হাকিম, সাংবাদিক মো. জয়নাল আবেদীন, হাফেজ মাওলানা মো. জুনায়েদ, চৌধুরী তাওসীফ, কাজী মো. ইমতিয়াজ।
সভায় বক্তারা বলেন, আহমদ ছফার সাহসী লেখনী বিশ্বসাহিত্যের এক অমূল্য সম্পদ। বাংলা ভাষা যতদিন থাকবে তার সৃষ্টি ততদিন তাকে অমর করে রাখবে। অন্যায় অবিচার ও জুলুমের বিরুদ্ধে তিনি ছিলেন দৃঢ় প্রতিবাদী। তাকে কখনও কারো তোষামোদি করতে দেখা যায়নি। বস্তুত প্রথাবিরোধী লেখক কালের নায়ক আহমদ ছফার মতো ব্যক্তিত্ব সাহিত্যাঙ্গণে সত্যিই বিরল।
বক্তারা আহমদ ছফার স্মৃতি রক্ষার্থে তার নামে চন্দনাইশ-চট্টগ্রামে একটি একাডেমি প্রতিষ্ঠার জোর দাবি জানান।
ডিজে



