বায়েজিদে ফ্রি চিকিৎসা দিলো ‘ব্লাড টু ব্লাড’ মেডিকেল কমিউনিটি

চট্টগ্রাম নগরীর বায়েজিদে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছেন একঝাঁক তরুণ মেডিক্যাল শিক্ষার্থীদের সংগঠন ‘ব্লাড টু ব্লাড’ মেডিকেল কমিউনিটি। 

সোমবার (৩০ জুন) দিনব্যাপী পূর্ব শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসাসেবা নিয়েছে শতাধিক স্থানীয় বাসিন্দা।

সেবাগুলোর মধ্যে ছিল—ব্লাড গ্রুপিং, রক্তচাপ পরিমাপ, ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক ও সংগঠনের উপদেষ্টা বিপ্লব পার্থ।

এ সময় উপস্থিত ছিলেন ব্লাড টু ব্লাড মেডিকেল কমিউনিটির সভাপতি জামিউল শাহ, সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম সাকিব, নির্বাহী সদস্য তাহতাহা আজমী, কোষাধ্যক্ষ কথা, চট্টগ্ৰাম মেডিকেল কলেজের ক্যাম্পাস অ্যাম্বাসেডর তওসীফ মাহমুদ, মা-ও-শিশু হাসপাতালের ক্যাম্পাস অ্যাম্বাসেডর জাহিদুল ইসলাম জিসান, মেরিন সিটি মেডিকেল কলেজের ক্যাম্পাস অ্যাম্বাসেডর  সওদা ইসলাম ফাইরোজ, সাউদার্ন মেডিকেল কলেজের ক্যাম্পাস অ্যাম্বাসেডর কারীব আইমান, মডারেটর হিমেল বড়ুয়া। 

চিকিৎসা সেবা প্রদান করেন ডা. তাহমিনা ইসলাম, ডা. মো. ওয়াহেদ আসিফ, ডা. ইবনে সিনা, ডা. তারেকুল ইসলাম জনি।

প্রধান অতিথি বিপ্লব পার্থ বলেন, এক ঝাঁক তরুণের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মানিবক কাজে তরুণদের অংশগ্রহণ একটি ইতিবাচক দিক। কারণ সমাজের কল্যাণ কাজ করছেন, সমাজ নিয়ে ভাবছেন। আজকের তরুণরা আগামীদিনের ভবিষ্যৎ নেতৃত্ব দিবে। ফলে সামাজিক অসঙ্গতি, সমাজের প্রয়োজনীয়তা, সমাজের উন্নয়নে কি করণীয় তা হাতে কলমে শিখতে পারছেন।

তিনি বলেন, রক্ত নিয়ে কাজ করা সংগঠন ব্লাড টু ব্লাড মেডিকেল কমিউনিটি অল্পদিনের মধ্যে খুব সাড়া ফেলেছে। জরুরি মুহুর্তে রক্তের ব্যবস্থা করে কত শত মানুষের জীবন রক্ষা করেছে তারা। রক্তের জন্য এখন রোগী মারা যায় না। রক্তের কথা বললে এখন একঝাঁক তরুণ নিজ উদ্যোগে রক্ত দিতে এগিয়ে আসে। এভাবে মানবিক কাজে তরুণ সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm