চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রে নকল পাওয়ায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী।
বহিষ্কৃত পাঁচজন পাহাড়তলী কলেজ,চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, রামু সরকারি কলেজ ও বান্দরবান সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থী।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।
এদিকে চট্টগ্রামে বোর্ডের মোট ১১৫টি কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৯৯ হাজার ৫৭২ জনের মধ্যে অংশ নিয়েছেন ৯৭ হাজার ৯৯৩জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, চট্টগ্রামের ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। আজ পরীক্ষায় ১ হাজার ৫৭৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
আরএ/ডিজে