চবিতে সেমিনারে মীর হেলাল: শহীদ জিয়ার পথেই রাষ্ট্রের নিরাপত্তা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হল সেমিনার।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সিপাহী–জনতার বিপ্লবের ধারাবাহিকতায় শহীদ জিয়াউর রহমান যে পথে জাতিকে এগিয়ে নিয়েছিলেন, সেই পথেই রাষ্ট্রের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।

হাটহাজারী–বায়েজিদ সংসদীয় আসনে ধানের শীষের এই প্রার্থী আরও বলেন, শহীদ জিয়া সাধারণ মানুষের আত্মপরিচয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন। অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কৃষি ও শিল্পবিপ্লব, বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতির ভিত্তিতে সার্কের প্রতিষ্ঠা, ওআইসিকে শক্তিশালী করা—এসব উদ্যোগ জাতিকে বিশ্বমঞ্চে মর্যাদা দিয়েছে। তিনি দাবি করেন, কৃষি বিপ্লব, তৈরি পোশাক খাত এবং রেমিট্যান্স—দেশের অর্থনীতির এ তিনটি প্রধান ভিত্তিই শহীদ জিয়ার প্রবর্তিত ভিশনারি পদক্ষেপের ফসল।

মীর হেলাল বলেন, ‘শহীদ জিয়ার দেখানো পথেই রাষ্ট্রের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ আল-আমীন। অনুষ্ঠান পরিচালনা করেন একই সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর মো. জাহিদুর রহমান চৌধুরী।

সেমিনার উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ডা. শফিকুল ইসলাম, প্রফেসর মো. মহিউদ্দিন, প্রফেসর ডা. মনজুরুল কিবরিয়া, চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, প্রফেসর এজিএম নিয়াজউদ্দীন, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ এবং বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এম. এ. সবুর সভায় বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ জাফরুল্লাহ, জিইন তথ্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. আল ফোরকান, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যানসহ শিক্ষক, বুদ্ধিজীবী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা।

ksrm