পিসিআইইউ’র জার্নালিজম ফেস্টে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ‘জার্নালিজম ফেস্ট ২০২৫’ জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে।

পিসিআইইউ’র জার্নালিজম ফেস্টে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা 1

শুক্রবার (২১ নভেম্বর) দুপুর থেকে নগরীর কাজীর দেউড়ির অফিসার্স ক্লাবে বিভাগের ৩১তম ব্যাচের আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণের মেলবন্ধনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

পিসিআইইউ’র জার্নালিজম ফেস্টে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা 2

ফেস্টে বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক মাঈনুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক মো. শহিদুল্ল্যাহ্, বিভাগের সিনিয়র শিক্ষক প্রশান্ত কুমার শীল, তাসলিমা আকতার ইরিন ওরিফাত জাওয়ার।

সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে শুরু হওয়া ফেস্টের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় এক ঘণ্টার ‘সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও পরিকল্পনা’ শীর্ষক ক্যারিয়ার সেশন। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মুহসিনুল হাকিম, স্টার নিউজের চট্টগ্রাম ব্যুরো চিফ এমদাদুল হক।

আলোচকরা বলেন, বর্তমানে সাংবাদিকতা নানামুখী চ্যালেঞ্জের মুখে হলেও সেই চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের বহুমাত্রিক দক্ষতা অর্জন জরুরি। পাশাপাশি প্রান্তিক পর্যায়ের সাংবাদিকতা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শও দেন তারা।

দ্বিতীয় পর্বে বিকেল থেকে শুরু হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভাগের শিক্ষার্থীদের নৃত্য, গান ও নানান পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। নাচ–গান আর আড্ডার উচ্ছ্বাসে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে পান তাদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিময় দিনগুলো। প্রিয়জনদের সঙ্গে গল্প-স্মৃতিচারণায় ছিল আবেগঘন মুহূর্তও।

বর্তমান শিক্ষার্থীরা বলছেন, সাংবাদিকতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা জানা এবং ভবিষ্যতের স্বপ্ন তৈরি করার অনুপ্রেরণা হিসেবেই তারা প্রতিবছর অপেক্ষা করে থাকে এমন আয়োজনের জন্য।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের এ আয়োজন প্রতিবছরই প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও যোগাযোগের বন্ধনকে আরও শক্তিশালী করে।

ksrm