চট্টগ্রামে ‘ডেঙ্গুজনিত হেপাটাইটিসে’ যুবকের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। তার ফুসফুসে পানি জমে গিয়েছিল এবং হেপাটাইটিসেও আক্রান্ত হন তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ জন।

মৃত যুবকের নাম ফরিদ আহমেদ (৩৯)। তিনি নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা।

সোমবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন আরও উল্লেখ করা হয়, ১৫ নভেম্বর ফরিদ আহমেদ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুর বর্ধিত উপসর্গে আক্রান্ত হন ফরিদ আহমেদ। শরীরের একাধিক অঙ্গ একসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার। ফুসফুস আক্রান্ত হয়ে পানি জমে গিয়েছিল। একইসাথে তিনি ডেঙ্গুজনিত হেপাটাইসিসে আক্রান্ত হয়ে পড়েন। পরে লিভারের প্রদাহ শুরু হলে কার্যকারিতা হারিয়ে ফেলে।

ডেঙ্গুর কারণে রক্তচাপও কমে গিয়ে শরীরে তরল জমে যাওয়ায় কিডনিও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তার। শ্বাসকষ্ট দেখা দিলে পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধান অবস্থায় মারা যান ফরিদ।

এর আগের দিন একই হাসপাতালে নাহিদা আক্তার (২৭) নামের এক নারীর মৃত্যু হয়। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্তদের ১০ জন পুরুষ, ৪ জন শিশু ও ৫ জন নারী। এ নিয়ে পুরো বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৬০। এর মধ্যে নভেম্বরে ২৪ দিনে আক্রান্ত ৮৫৫ জন, মারা গেছেন ৫ জন।

আইএমই/ডিজে

ksrm