করোনাভাইরাসে সৃষ্ট বর্তমান পরিস্থিতি উন্নতির দিকে না গেলে আবার পেছাতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে শীঘ্রই মিটিংয়ে বসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।
বিশ্ববিদ্যালয়ের একাধিক অনুষদের ডিন বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন।
পূর্বনির্ধারিত সূচি অনুয়ায়ী ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে চবির ভর্তিযুদ্ধ শুরু হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে দুইটি অনুষদের ডিন নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, করোনাভাইরাসের বর্তমান যে পরিস্থিতি, এ অবস্থা যদি চলতে থাকে তাহলে পরীক্ষা নেওয়া সম্ভব না। এই পরিস্থিতির যদি উন্নতি হয়, তাহলে আমরা যথাসময়ে পরীক্ষা নিয়ে নেবো।
তাঁরা আরও বলেন, আমরা পূর্বনির্ধারিত সময়সূচিকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছি। সব কিছু আমরা রেডি করে রাখবো। আমরা নিয়মিতই মিটিং করি। অল্প কিছুদিনের মধ্যে আবারও মিটিংয়ে বসবো। সেখানে এ বিষয়ে আলোচনা হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের বলার কিছু নেই৷ এ বিষয়ে ডিনবৃন্দ সিদ্ধান্ত নিয়ে থাকেন।’
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২২ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় তা দুই মাস পেছানো হয়। নতুন সূচি অনুযায়ী ২০ থেকে ২৭ আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে মোট আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।
এমআইটি/সিপি