s alam cement
আক্রান্ত
৬৬৭৮৪
সুস্থ
৫১১০৭
মৃত্যু
৭৯০

‘করোনা টিকা’ নিবন্ধনে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল এবার চালু করল বুথ

0

চট্টগ্রামের জিইসি মোড়ে সাধারণ মানুষের টিকা নিবন্ধনকে সহজ করার লক্ষ্যে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোগে করোনা নিবন্ধন বুথ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক এটির উদ্বোধন করেন। নগরের অনেক মানুষ টিকা নিবন্ধন করতে পারেন না পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে। তাদের কথা চিন্তা করে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া টিকা নিবন্ধনের এই বুথ স্থাপন করেন।

উদ্বোধক বিজয় বসাক বলেন, ‘করোনা ক্রান্তিকালের শুরুতে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল সারা বাংলাদেশে সাহসের বাতিঘর হয়ে কাজ করেছিল। করোনা ভাইরাসের মহামারি থেকে মুক্ত হতে হলে আমাদের ৭০ শতাংশ মানুষকে টিকার অন্তর্ভুক্ত করতে হবে।’

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘সাধারণ মানুষের সেবায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল সবসময় নিয়োজিত থাকবে। দিনমজুর, গরিব ও অসচ্ছল মানুষের কথা চিন্তা করে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল সবসময় উদ্যোগ গ্রহণ করে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন আহমেদ, ব্যবসায়ী জসিম উদ্দিন, আবু আরিফ, শাহাদাত হোসেন, ডা. উপল চাকমা, মোজাহিদুল ইসলাম রানা, মোহাম্মাদ রায়হান, শেখ ফারুক ফয়সালসহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm