চাক্তাইয়ে ২৫০০ কেজি পলিথিন জব্দ করলো ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে আড়াই হাজার কেজি পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে।

একই সঙ্গে গোডাউন দুটি সিলগালা করে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ বিষয়ে বলেন, গোপনে সংবাদ পেয়ে চাক্তাই এলাকায় পৌঁছালে অবৈধ পলিথিন ব্যবসায়ীরা গোডাউনে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে তালা ভেঙে দুটি গোডাউন থেকে প্রায় ২৫০০ কেজি ওজনের পলিথিন জব্দ করা হয়। এরপর এগুলো ধ্বংস করতে পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়। পরে গোডাউনগুলো সিলগালা করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবাইয়েত সৌরভ, পরিদর্শক মনির হোসেন ও অন্যান্য কর্মচারীরা অভিযানে সহায়তা করেন।

আরএম/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!